'

ছল চাতুরী কপটতা মেকী মাল আর চলবে ক'দিন?
হাড়ি মুচির চোখ খুলেছে, দেশের কি আর আছে সেদিন ||
খেতাবধারী হোমরা চোমরা, নেতা বলেই মানতে হবে,
মনুষ্যত্ব থাক কি না থাক, তাঁর হুকুমেই চলবে সবে |
সত্যকে পায় দলবি তোরা আসন চাইবি বিশ্ব জোড়া ;
হবে না তা নবীন যুগে হোস না তোরা যতই প্রবীণ ||
সংবাদপত্রে উচ্চস্তম্ভে নাম ঠেকিয়ে টেক্কা নিবি,
মুস্কিল আসান করতে হলে কংগ্রেসের দোহাই দিবি |
ভণ্ডামী আর করবি কত হলি না কেউ কাজে রত |
মনে রাখিস স্বদেশ ব্রত, কর্মী হবে কর্মেতে লীন ||
নেতারাই দেশ জাগাত সবাই তাঁদের বলত চারণ |
এখন আপনা বেঁচে মালসী পাড়ায়, যোগান তাঁরা ভোটের দাদন |
তোদের পতন এতই গভীর ভবলেও তা করে স্থবির |
দেশ হাসালি রূপ দেখালি প্রতিভারে করলি মলিন ||
দেশের কাছে পড়লি ধরা আর দাঁড়াবার উপায় নাই,
আমরা ভাই বাউল চারণ মুক্তিমন্ত্র ছড়িয়ে বেড়াই |
গাড়ো সাঁওতাল বাগ্দি মেথর রয়েছে ওদের ভিতর |
মাতৃমন্ত্রের সাধক তারা, তারাই ভারত করবে স্বাধীন ||
পল্লী মায়ের শ্মশান বুকে বসে যাবে আবার ধ্যানে
কুণ্ডলিনী জাগবে সেদিন তোদেরি অজপার টানে |
ভারতের ভাগ্য-রবি ধরবে সেদিন নূতন ছবি,
জগতের অমানিশায় পূর্ণচন্দ্র উঠবে সেদিন ||

Rate this poem: 

Reviews

No reviews yet.