,

ঈদ মোবারক্, ঈদ্ মোবারক্ |
দোস্ত দুষমন পর ও আপন
সবার মহলে আজি হউক রওনক ||
যে আছ দুরে যে আছ কাছে
সবারে আজ মোর সালাম পৌঁছে,
সবারে আজ মোর পরাণ যাচে
সবারে জানাই এ দিল্ আশক ||
এ দিল্ যাহা কিছু সদাই চাহে
দিলাম জাকাত্ খোদার রাহে,
মিলিয়া ফকির শাহনশাহে
এ ঈদগাহে গাহুক ইয়াহক্ ||
এনেছি শিরীণ্ প্রেম পিয়ালার,
এস হে মোমিন করহে এফ্তার
প্রেমের বাঁধনে কর গেরেফ্ তার,
খোদার রহম নামিবে বেশক্ ||

Rate this poem: 

Reviews

No reviews yet.