Untitled
দ্বৈরথে হৃদয়দস্যু-জয়স্পৃহা জাগে
কেউ ছোঁয় সাফল্যের সোনালি শিখর-
কেউ মানে পরাজয় প্রিয় অনুরাগে
কেউ খোঁজে পোড়ামাটি, প্রকৃত শিকড়।
কখনো-বা প্রিয়পক্ষ বিশাল প্রকৃতি-
কখনো নারীর সঙ্গ পুরুষের কাছে
প্রিয়তম ভুল দাবি, অশুভ সম্প্রীতি;
পুরুষ-রমণী তবু মূলে যায়, বাঁচে।
কবি একা হেঁটে যায় কুমারের তীরে
ধ্যান ভেঙে পেতে চায় কবিতা-তালুক
কাব্যলক্ষ্মী বাস করে বোধের গভীরে
জীবনের নৈশগাড়ি এনে দেয় সুখ।
কবি নয় মুখাপেক্ষী প্রেমের দয়ার
যদিও রয়েছে হাতে প্রথম পয়ার।
Reviews
No reviews yet.