Untitled
চিত্ততলে যে নাগবালা ছড়িয়ে ছিঁড়ে কেশের কেশর কাঁদছে---
অফুরন্ত অশ্রুধারা সহস্রবার নাসার বেশর বাঁধছে ;
মানিক-হারা পাগল-পারা যে বেদনা বাজছে তাহার বক্ষে,
পলে-পলে পলক বেয়ে অলক ছেয়ে ঝরছে যাহা চক্ষে ;
দুঃখে-ভাঙা বক্ষে যাহা নিশ্বসিয়া সকাল-সাঁঝে টুটছে--
মহাকালের সোপানতলে নাগকেশরের ফুল হয়ে তাই ফুটছে !
মন-পাতালে যে নাগবালা রতন-জ্বালা কক্ষে ব'সে হাসছে--
দীপ্তি যাহার নেত্রপথে শুভ্র-শুচি দৃষ্টি হয়ে আসছে ;
মুক্তামানিক সবার মাঝে বিলিয়ে দিয়ে উল্লাসে যে চঞ্চল,
উদ্বেলিত সিন্ধুসম দুলছে যাহার উচ্ছৃসিত অঞ্চল ;
বিশ্বভুবন পূর্ণ ক'রে যে আনন্দ শঙ্খস্বরে উঠছে---
মহাকালের সোপানতলে নাগকেশরের ফুল হয়ে তাই ফুটছে |
Reviews
No reviews yet.