Untitled

ষাট বছরের জমাখরচের হিসেব রেখে

কবিতার শব্দ গা ঢাকা দিয়েছে সন্ত্রাসবাদী শিবিরে

স্রোত যেতে চায় সমুদ্রের দিকে মাছেরা যায় স্রোতের বিরুদ্ধে

মতান্তর নিয়ে পরিযায়ী স্বভাব আসে সীমান্ত পেরিয়ে

পকেটে জালনোট নিয়ে কমরেড ফুচকা খায় শহিদমিনারে

নীল পাগড়ির আড়ালে এলোচুলের বেহিসাব গোপন রাখে জনশীর্ষ

নকশালেরা করিডর গড়ে চলেছে সন্তর্পণে

সাদা পাউডার বেচছে বাড়ির কাজের মেয়ের মেজছেলেটা

ব্রেকিং নিউজে উঠে আসছে বমধামাকা আতঙ্কবাদী হামলা

নিম্নচাপে উড়ে আসা মেঘ জানে জল তার চক্রে ফিরে যাবে

উচ্চতার দখল মেনে সিয়াচিনের নির্জন বরফের বুকে তেরঙ্গা উড়ছে

বিপন্নতার অনুপাতে কবিতার কাগজের সংখ্যা বাড়ছে—

কবি ভাবছেন রবিশষ্য ভাষান্তরে সমধ্বনিমনস্কতা মেনে কর্ন

যে কী তবে নিখোঁজ স্বজনের খোঁজ সীমান্ত পেরিয়ে

সূর্যেরব ঔরসে যেভাবে মহাকাব্যে দেখা দেয় কুন্তীপুত্র কর্ণ

জ্যামিতির শর্ত নিয়ে সময়-নিরপেক্ষ শব্দের অন্তরে…

জমিজিরাত।

Rate this poem: 

Reviews

No reviews yet.