-
[ কবি সুকুমার চৌধুরী বন্ধুবরেষু ]
বুকের ভেতর আগুন এবং
চোখের ভেতর স্বপ্ন স্বাধীনতার
মান রেখেছি ভগনাডিহির সিধু-কানুর কথার।
আমরা জ্বলে উঠেছিলাম
সঙ্গে কুঠার টাঙ্গি ধনুক তীর
প্রথম বাধায় কেটেছিলাম
মহেশলালের ক্রদ্ধ ত্যাড়া শির।
সিধু, কানু, চাঁদ এবং ভৈরব
বাংলা জুড়ে ডাকলো যখন হুল
তিরিশ হাজার শহিদ হলো
বিশ্ব জুড়ে দারুণ হুলস্থুল।
মানুষ বটে আদিবাসী
বুঝেছিল বিদেশি রাজপ্রভু
স্বাধীন দেশে অন্যের অধীন কেউ ভাবে নি কভু!
Reviews
No reviews yet.