,

তুমি অনেক দিলে খোদা, দিলে নিয়ামত-
আমি লোভী, তাইতে আমার মেটে না হসরত ||
কেবলই পাপ করি আমি-
মাফ করিতে তাই, হে স্বামী,
দয়া করে শ্রেষ্ঠ নবীর করিলে উন্মত |
তুমি নানান ছলে করছ পূরণ ক্ষতির খেসারত ||
মায়ের বুকে স্তন্য দিলে, পিতার বুকে স্মেহ ;
মাঠে শস্য-ফসল দিলে ; আরাম লাগি' গেহ ||
ঈদের চাঁদের রং মশালে
‘রঙীন বেহেশ্ ত' পথ দেখালে
আখেরেরই সহায় দিলে আখেরী হজরত |
তুমি আজান দিলে না ভুলিতে মস্ জিদেরই পথ ||
কোরান দিলে পথ দেখাতে,
পাঁচ ওয়াক্ত নামাজ শেথাতে,
নামাজ দিয়ে দেখাইলে মসজিদেরই পথ |
তুমি কেয়ামতের শেষে দিবে বেহেশ্ তী দৌলত ||

Rate this poem: 

Reviews

No reviews yet.