-
উঠুক তুফান পাপ-দরিয়ায়
আমি কি তায় ভয় করি |
পাক্কা ইনাম-তক্তা দিয়ে গড়া যে আমার তরী ||
লা-ইলাহা ইল্লাল্লাহুর পাল তুলে
ঘোর তুফানকে জয় করে ভাই যাবই কুলে,
আমার মোহাম্মদ মোস্তাফা নামের গুণের রশি ধরি ||
খোদার রাহে সঁপে দেওয়া ডুববে না মোর এ তরী,
সওদা করে ভিড়বে তীরে সওয়াব-মাণিক ভরি' |
দাঁড় এ তরীর নামাজ রোজা হজ্ ও যাকাত,
উঠুক না মেঘ, আসুক বিপদ--যত বজ্রপাত,
আমি যাব বেহেশ্ ত্-বন্দরেতে এই সে কিশ্ তীতে চড়ি' ||
Reviews
No reviews yet.