Untitled

[কবি মুহাম্মদ সামাদ, শ্রদ্ধাস্পদেষু]

একজন অরুণার ডাকে তুমি শেষতক ঘুরিয়েছ ঘাড়
মেঘের আড়ালে তুমি নও জানি ইন্দ্রজিৎ জন্মযোদ্ধা বীর
প্রকাশ্যে লড়াই করে একা জিতে নিতে চাও প্রেমের পাহাড়
তুমুল বৃষ্টিতে ভিজে অরুণাকে পেতে কত অপো অধীর!

রাজনৈতিক নেতার মেনিফেস্টো হাতে নিয়ে এসেছিলে জানি
পিছু ডাকে ফিরবে না, সমুদ্রের দিকে যাবে তোমার ঘোষণা
পোড়াবে চন্দন কাঠ কে তোমাকে শুনিয়েছে এই শেষ বাণী
চিরন্তন কাব্য লিখে কেন তবে লক্ষ বর্ষ বাঁচার বাসনা?

অরুণা কি রাধা ছিল পূর্বজন্মে? কেন এই প্রশ্ন ছুঁড়ে দিলে?
তুমি কি আয়ান ঘোষ? নাকি কৃষ্ণ? নাকি মহাভারত-নায়ক
তুমি কি জানো না হায় ‘কানু ছাড়া গীত নাই' ভুবনে নিখিলে
কেন খোঁজে রাধিকা-হৃদয় তুমি, কেন হও বন্দনা-গায়ক।

তুমি কবি, তোমার উদার হাতে দেখি নীল প্রজাপতি ওড়ে
তুমি তো বাঙালি কবি, চক্ষু বুঁজে থাক তাই কল্পনার ঘোরে।

Rate this poem: 

Reviews

No reviews yet.