Untitled

বাড়িদখল
দরোজায় লাথি মেরে বেহায়া চিৎকার তুলছি মাঝ-রাত্তিরে
যারই বাড়ি হোক এটা খুলতে হবেই নাতো ভেঙে ঢুকে যাবো
সামলাও নিজস্ব স্ত্রীলোক-বাঁদি-সোনাদানা-ইষ্টদেবতা
ফেরেবের কাগজপত্তর নথি আজ থেকে এ-বাসা আমার
ভোর হলে রাস্তায় সমস্ত আসবাব ছুঁড়ে ফেলে দোবো
শষ্যের গ্রীষ্মবর্ষা পাপোশের নারিকেলসারি-ছায়া পোশাকের মেঘলা দুপুর
গয়নার ভালোবাসা বাসনের দিনান্তের খিদে
সদর দরোজা দিয়ে ধাক্কা মেরে বের করে দোবো
দখল করছি না আপাতত কেননা এখনও অনেক বাড়ি বাকি ।

৩ ভাদ্র ১৩৯২ (লখনউ )

Rate this poem: 

Reviews

No reviews yet.