Untitled

ছিঁড়ে যায় চিন্তাসূত্র, বোধের নাটাই খোঁজে মেঘের নিশানা
পথকান্ত মেঘদূত ক্ষণেক দাঁড়িয়ে পাশে জানায় কুশল
আনন্দবায়ুর স্রোতে বিচলিত বোধিদ্রুম মেলে দেয় ডানা
হেসে ওঠে কালিদাস-প্রেরিত দূতের যাত্রা তাহলে সফল!

আমার বোধিরা হাঁটে আকাশের খোলাপথে সতর্ক চরণে
উড়ে যায় মেঘদূত, প্রেয়সীর বার্তা তার কাঁধের ঝোলায়
থামার সময় নেই-যেতে হবে বহু দূরে সুষম ত্বরণে
প্রণয়ের বার্তাবহ মেঘ যায় মন্দ্রাক্রান্তা ছন্দের দোলায়।

ভূপতিত বোধঘুড়ি সহাস্যে জানায় এই অমিয় সন্দেশ
স্থিরচোখে দেখি আমি আষ্টেপৃষ্ঠে ঝুলে আছে মেঘস্পর্শরেশ।

Rate this poem: 

Reviews

No reviews yet.