Untitled
ছিঁড়ে যায় চিন্তাসূত্র, বোধের নাটাই খোঁজে মেঘের নিশানা
পথকান্ত মেঘদূত ক্ষণেক দাঁড়িয়ে পাশে জানায় কুশল
আনন্দবায়ুর স্রোতে বিচলিত বোধিদ্রুম মেলে দেয় ডানা
হেসে ওঠে কালিদাস-প্রেরিত দূতের যাত্রা তাহলে সফল!
আমার বোধিরা হাঁটে আকাশের খোলাপথে সতর্ক চরণে
উড়ে যায় মেঘদূত, প্রেয়সীর বার্তা তার কাঁধের ঝোলায়
থামার সময় নেই-যেতে হবে বহু দূরে সুষম ত্বরণে
প্রণয়ের বার্তাবহ মেঘ যায় মন্দ্রাক্রান্তা ছন্দের দোলায়।
ভূপতিত বোধঘুড়ি সহাস্যে জানায় এই অমিয় সন্দেশ
স্থিরচোখে দেখি আমি আষ্টেপৃষ্ঠে ঝুলে আছে মেঘস্পর্শরেশ।
Reviews
No reviews yet.