Untitled
কথা কও, বউ কথা কও !
চিরবঞ্চিত বাঞ্ছিত এল --
কথা কও, বউদুয়ার খুলিয়া ডাকিয়া লও |
ঘরকরণার এতই কি কাজ--
সাঁঝের আঁধারে এত বা কি লাজ !
কত যতনের কবরীর সাজ
বউ কথা ক গণ্ঠনে কেন ঢেকে রও ?
কথা-ভরা প্রাণে অভিমান ঝাঁপি'
ব্যাকুলিত ব্যথা কেন সও--
বউ কথা ক বউ কথা কও !
মিলনসাগর.কমের কবিতা
কথা কও, নারী কথা কও !
কত কল্পের কবি-কল্পিত--
কাহিনীর ভার কেন বও ?
লজ্জাজড়ানো অঙ্গের বাসে
ইঙ্গিত শুধু কাঁপিছে আভাসে ;
শত কবি গাহে সহস্র ভাষে--
মনে মনে হেসে সারা হও !
কেন ইঙ্গিত ? সুখে ও দুঃখে,
কি তার অর্থ ? কথা কও--
নারী কথা কও |
মিলনসাগর.কমের কবিতা
কথা কও, গোপী কথা কও !
আকুল বাঁশরী কাঁদিয়া সাধিছে--
কেমনে এমন স্থির রও ?
গাছে গাছে ওই কদম্ব ফুটে,
নদীতে নদীতে কালিন্দী ছুটে !
তব শ্যামে ধরা শ্যাম হ'য়ে উঠে--
সুন্দরী তারে চিনে' লও !
কত সোহাগের বুকের ধন যে
চরণে লুটায় ; কথা কও--
রাই, কথা কও !
মিলনসাগর.কমের কবিতা
কথা কও, দেবী কথা কও !
কত পূজারীর পূজা শেষ হ'ল--
পাষাণী, পাষাণই কভু নও |
কত না কুসুম চরণে শুকায়,
চন্দন মরে ঘষে' নিজ কায় ;
ধূপ দীপ কত দহে' জ্বলে' যায়,
মৌন তুমি যে চেয়ে রও !
মিছা যদি পূজা, বৃথা আয়োজন,
মুখ ফুটে' সেই কথা কও,--
দেবী, কথা কও !
মিলনসাগর.কমের কবিতা
কথা কও, সতী কাথা কও !
মৃত্যুঞ্জয় নিরুপায় বলে'
মৃত্যুর আড়ে নাহি রও |
বিরাট বিরাগী শোকে সারা হয়ে,
ধরাময় তোমা দিল ছড়াইয়ে ;
খুঁজে' ফিরে আজ মহা উন্মাদ,
জননী, তাহারে ডেকে লও !
নিদাঘ জ্বালিয়া ব্যোমকেশ পুনঃ
তপে বসে বুঝি, কথা কও--
সতী, কথা কও !
মিলনসাগর.কমের কবিতা
কথা কও, বউ কথা কও !
বিশ্ব-মর্ম্ম-অন্তপুরিকা,
গুণ্ঠন আজি তুলে' লও |
ভোগী ভাবে, ওই, কবি সাধে গানে ;
একই কথা জপে যোগী প্রাণে প্রাণে ;
যুগ-যুগান্ত ফুকারিব কত ?
চির মৌন ত' তুমি নও!
সতী, সুন্দরী, দেবী, বধু, নারী,
নিখিল হৃদয়ে কথা কও--
'বউ কথা কও !'
মিলনসাগর.কমের কবিতা
Reviews
No reviews yet.