Untitled
তিন মাস গৌরবে ছিলাম বহুবচনের অন্তরালে টিকে,
তুমি ডাক দিয়েছিলে নৈঋতের অসম্পূর্ণ অন্ধকার বিচে
রূপবতী মধ্যমার উপমিত আকাঙক্ষার দিকে
তিন মাস বাসনার পরপারে টলটলে দিঘিটির নিচে
ঘুমিয়ে ছিলাম নঞ, তবু তৎপুরুষ তো বটে
মজ্জমান শাপলার নমিত মস্তক নিয়ে ক্লীবের সংশয়
মনে জাগে, পড়ে গেছি মনে হলো গভীর সংকটে -
তোমার জলের পাটাতন ফুঁড়ে জেগে ওঠা নয়
আমার কর্মধারয়। বহুব্রীহি-দিনে ধান উপচে ওঠে যাদের গোলার
নিত্য-নমস্য তারা - সমস্যমান এ পৃথিবীর কোনোকিছু তাঁদের ছোঁবে না।
কৃপার ভিখারি আমি, সমপ্রদানের মতি হবে কি তোমার?
নিত্যবৃত্ত বর্তমানে তোমার আমার সন্ধি হবে কী হবে না
এই নিয়ে দ্বন্দ্বে আছি, অপিচ স্মরণ রাখো, মধ্যপদ আজো
লুপ্ত নয় - যদি তুমি অনাবৃত, অপাবৃত মধ্যমায় বাজো।
Reviews
No reviews yet.