Untitled

তখন বৃষ্টি,

বিরহকাতর কবিতার লয়
বুকে নিয়ে যদি ফেরি করে ফিরি,

বিচ্ছেদ-ঋতু শেষ না হলেও
আকাশে-হাওয়ায় খেতে-প্রান্তরে

ঘর হতে ঘরে দ্বারে-পইঠায়,
চিত্রবরণী হরিণী কান্না

ঝরে যাবে যত ওষ্ঠ তাপিয়ে
অসীম তিয়াসী বধূবরণের

ফুলমালা সাজে সেজে-শয্যায়,
আষাঢ়-শ্রাবণে ধুয়ে মুছে গেলে

ঘন রুধিরের আঁক-দাগহীন
থইথই সাদা নিপাট নিরেট

চাদরের অস্থির কাল ছায়া
লুটিয়ে প্রতিটি শব্দ, নিয়তি;

ধু ধু তমসায়!

Rate this poem: 

Reviews

No reviews yet.