Untitled

আররে ইসলামভাই --
আদাব । প্রণাম । সৎশ্রী আকাল । গুড ডে ।
বোমা ও বউমা-শাসিত ভুঁয়ে পাছড়িয়ে দিব্বি শুয়ে আছো ।
লকলকে অন্ধকারে । এ এক চমৎকম্মো । কোনো দিকে দিক নেই ।
ন্যুব্জ লোচ্চার ভিড়ে । মনীষা-জর্জর ঘোঁট-ঘটকের আলজিভবিহীন গোরে ।
বা হয়তো বহু আলজিভ নিয়ে । খালিপিলি ।
ইসলামভাই । বোবার গুষ্টি ছাড়া আর কেউ হলপ করে না ।
চিতশোয়া আছো বেশ । ইলশেকোমর বং-ললনারা তোমার গোরে গিয়ে গান গায় ।
কী গান ? না, 'অর্থালংকার দাও ভঁয়সামর্দিনী !'
রাধাক বুলিলঁ ঢপকথা । ঢপের আকাল নেই এপারে-ওপারে ।
দেখা আর হল কি তবুও ? ঠ্যাঙের জ্যামিতিনাট্য ? ভেনিশিয় অন্ধ জানালা ?

আররে ইসলামভাই --
মধু হেম রবি দ্বিজু সতেদের ছেড়ে তুমি কবরে সিংহাসন পেলে ।
ভালোই তো । লুচ্চাতিলুচ্চারা আছে জমির ওপরে । ফংগবেনে । টেলিসুন্দুরীর গ্যাঞ্জামে ।
বুভুক্ষুদের কুরে-কুরে খেল ওরা । শিবের জটায় দেখো মরা সোঁতা-ধারা ।
ভেজালকান্তিদের পেপি-গান । করতালি কুড়ানিয়া উচাটন । বাতেলানন্দিত ।
জেনে রাখো : 'অশনি সংকেত বলতে কিছু বাকি নেই ।'
ষাঁড়াষাঁড়ি বৃংহণে সবায়ের কান কালা । চুল্লু-চনমনে আলো । দুদেঁড়ে বিন্দাস ।
ভুতুড়ে পাঁকের গর্ত ঠ্যাং ধরে টানে । কিন্তু উপায় নেই । কী করি ? কী করি ?

কী করে বোঝনি ইসলামভাই --
বীণার আগুনে তুমি নিজেকে পোড়াবে ! ঘিরে ধরবে বাক-শেয়ালেরা !
গয়ংগচ্ছতি যুগে ? বোবা স্বরবিতানের চিকনিচিজ লাফড়া-মথিত কালে ?
বুঝলে ইসলামভাই । সবাই বিন্দাস আছে । আকখা ভারতে,
দুর্গম গিরি কান্তার মরু ত্রিস্তর ভোটাভুটি ! কবিতাও, বোলে তো ছক্কাস !
অবশ্য একটা ভালো । ধন্য হবার জন্যে এটুকু বেঁচেছে । তা-ও মন্দ কী !
তোমার গোরের দেশ ধেকে তিন তালাকের সস্তা ঝিরা এপারে আসছে দলে-দলে ।
ভর্তুকির জন্যে শুক্রিয়া ।
আদাব ইসলামভাই । প্রণাম । সৎশ্রী আকাল । গুড ডে ।

১৮ সেপ্টেম্বর ২০০৪

Rate this poem: 

Reviews

No reviews yet.