Untitled

গভীর তোমার ঘৃনার তলে
বাক্যবিহীন নির্জনতায়
উদোম গাড়ল রয়েছি প'ড়েই
সে এক রকম ইচ্ছে তোমার।

হাত পাতলেই সাগর শুন্য
চোখ খুলতেই মল্লিকা শব
রাত্রি আমার বড়ই আপন
সে এক রকম ইচ্ছে তোমার।

শুক্লতিথীর পূর্ন চাঁদের
নিরাশীর্বাদ,মেঘের মতোন
আলতো পরশ পায়নি ললাট
সেও তো তোমার ইচ্ছে মতোন
পাড় ভাঙ্গা ঢেউ আলগা ছোঁয়ায়
নিষিদ্ধ রাত ডাকলো আবার

চেতনা ধুসর ন্যুব্জ হতাশ
রাত্রি আমার ঘুমালো পাশেই
সেও তো তোমার ইচ্ছে মতোন।

খুল্লে দুয়ার বাতাস অন্ধ
বুক ভাঙলেই দীর্ঘ নিঃশাস
সর্বপ্রকার মান অভিমান
সেও তো তোমার ইচ্ছে মতোন
ইচ্ছে তোমার।

Rate this poem: 

Reviews

No reviews yet.