Untitled

কে চেল্লায় শালা
কে চেল্লায় এত ভোরবেলা?

গু-পরিষ্কার করেনি কাকেরা
মাছের বাজার থেকে ফেরেনি সবুজ মাছরাঙা
বকজোড়া আপিস যায়নি এখুনও!

কে চেল্লায়
কেন চেল্লায়, অ্যাঁ, কিসেরি বা র‌্যালা ?

আমি, আমি, হাহ‌
আমিই আওয়াজ দিচ্ছি চ্যাঁচাচ্ছি আমি
কোনোই বক্তব্য নেই
কোনোই কারণ নেই, স্রেফ
চিৎকারের জন্যে চিৎকার
চিৎকারের ভেতরে চিৎকার

১৯৯৬

Rate this poem: 

Reviews

No reviews yet.