Untitled
একজন যাত্রা করে দিনে-রাতে সকল প্রহর
একজন নেচে যায় ঝাপতালে লোভের মুদ্রায়
একজন সঙ সেজে কেড়ে নেয় নটীর খেতাব
একজন পারদর্শী পৌরাণিক চৌষট্টি কলায়।
পেটের দরদ-তাই পতিতারা সেবাপরায়ণ
দরদাম ঠিক হলে কারো সাথে ঝামেলা করে না।
পতিতারা পর নয়, বায়ুজলমাটির সন্তান
বংশ তার বহমান ধমনীর রক্তে যায় চেনা।
আঁচলের নিচে ঢেকে যৌবনের গোপন প্রতিভা
পতিতারা নাচে-গায় শহরের ছয়তলা রঙিন দালানে
এই তো দুমাস আগে জান নিয়ে পালিয়ে এসেছি
রঙ্গমঞ্চ ছেড়ে-এই আলোময় খোলা ময়দানে।
পতিতারা ভালো আহা, তারা নয় মন্দ অভাগিনী!
কেবল পেটের দায়ে তারা করে রূপ বিকিকিনি!!
Reviews
No reviews yet.