Untitled
কার্তিকী মেঘ ভিজিয়ে দিয়েছে রিহার্সেলের বাড়ি
আমরা দুজন প্রতিদিন বসি মুখোমুখি আড়াআড়ি
তুমি সুলতান মঞ্চেই নও হৃদয়ের সিংহাসনে
এই ঘোষণা আগেই দিয়েছি চোখের চতুর ভাষণে।
তবু কেন সংলাপে জোর নেই, কেন মিছে সন্দেহ
কেউ কি কখনো দিয়েছে কাউকে একসাথে মনদেহ?
আমি প্রস্তুত, মন তো দিয়েছি, দেহ আর কত দূর
রিক্তানদীর বাঁধ ভেঙে করো হনন মহিষাসুর।
আমি প্রস্তুত পরাজিত হতে যুদ্ধের ময়দানে
বিজিতের কী যে সুখ-প্রশান্তি, বিজয়ীরা তা কি জানে!
Reviews
No reviews yet.