Untitled

আল্লাকে যে পাইতে চায় হজরতকে ভালোবেসে'---
আরশ কুর্শী লওহ্ কালাম না চাইতেই পেয়েছে সে |
রসুল নামের রশি ধ'রে
যেতে হবে খোদার ঘরে,
নদী-তরঙ্গে যে পড়েছে ভাই
দরিয়াতে সে আপনি মেশে ||
তর্ক করে দুঃখ ছাড়াকি পেয়েছিস অবিশ্বাসী,
কী পাওয়া যায় দেখ্ না বারেক হজরতে মোর ভালোবাসি ;
এই দুনিয়া দিবা-রাতি
ঈদ হবে তোর নিত্য সাথী,
তুই যা চাস্ তাই পাবি হেথায়,
আহমদ চান যদি হেসে ||

Rate this poem: 

Reviews

No reviews yet.