প্রশ্নময় নৈশগাড়ি একা হেঁটে যায়
সভ্যতার স্মৃতিবিষে পূর্ণ প্রতি চোখ
লক্ষ্য তার বিম্বিসার মনুষ্যবসতি
গতায়ুর জন্যে আমি মিথ্যে করি শোক।
সন্তাপের স্বরলিপি বাজে দিনরাত
অসুখের জলটুঙি শব্দভ্রমে কাঁদে
আমি তো চলিষ্ণু এক জ্যোৎস্না-হরিণ
কখনো পড়ি না ধরা অলৌকিক ফঁদে।
যৌবন-কান্তির ভার কোথায় লুকোব
জন্মদাতা ছড়ি হাতে নীরবে শাসায়
দূর থেকে ডাক দেয় শিল্পবারবধূ
কোথায় জয়ের মালা জীবনপাশায়!
জীবনের নৈশগাড়ি কখনো থামে না
অচেনা পথের ভুল তার চিরচেনা।