Untitled

নিয়ম-নিগড় কখনো মানি না আমি
গা-সহা আমার প্রভূত প্রতিকূলতা
আমি চিনি পথ, শুধু পথময় পথ
পথচলা ছাড়া শিখি নি নতুন কথা।

পথ এনে দেয় মোহন পথের দাবি
থেমে-যাওয়া মানে মৃত্যুর অপবাদ
জেনে-শুনে কেউ মৃত্যুকে কাছে ডাকে?
জীবনের দিকে জীবন ঝাঁকায় কাঁধ।

কেউ নেই জানি নিশুতি পথের সাথী
বাতাস কেবলি বিলি কেটে যায় চুলে
একা-একা আমি পথকেই সাথী মেনে
মনের গোপন কথাগুলি বলি খুলে।

বন্দরের বাতিমুখী দীর্ঘ মনোরথ
জীবনের নৈশগাড়ি খুঁজে নেয় পথ।

0
No votes yet

Reviews

No reviews yet.