Untitled
আল্লার নাম জপিও ভাই দিবস ও রেতে
সকল কাজের মাঝে রে ভাই তাঁহার রহম পেতে ||
কোরাস্ : আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু ||
হাত করবে কাজ রে ভাই মন জপ্ বে নাম
(ঐ ) নাম জপ্ তে লাগেনা ভাই টাকা কড়ি দাম,
নাম জ'পো ভাই মাঠে ঘাটে, হাটের পথে যেতে |
কোরাস্ : আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু ||
( ঐ ) আল্লার নাম যদিরে ভাই তুমি থাক ধ'রে
(ঐ ) নামও তোমার থাক্ বে ধ'রে দুঃখ-বিপদ-ঝড়ে,
ঐ নামের সঙ্গী ক'রো নাইতে শুতে খেতে |
কোরাস্ : আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু ||
তোমার দেহ মন হবে রে ভাই নূরেতে রওশন
তখন আমীর ফকীর চাইবে সবাই তোমার দরশন
মাতোয়ারা হও, জিকির কর খোদার প্রেমে মেতে |
কোরাস্ : আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু ||
Reviews
No reviews yet.