Untitled

আমাদের পাড়ার রাস্তাটার
এমন পালাই-পালাই ভাব যে
আদ্দামড়া স্হাপত্যের বাড়িগুলো
থিতিয়ে-আসা চাঁদের আলোয়
তিক্ততার নান্দনিক আনন্দে ভোগে

ইদিক-উদিক শেকল-বাঁধা ছায়ায়
যে-লোকগুলো আরাম ফিরি করে
তারা যে-গাছতলায় বসে চা খায়
সে-গাছ শেকড়ের দোষে নাচতে পারল না
তাই আঁটে-না-এমন জামাপ্যান্ট পরে
যখন বৃষ্টির কুচোকাচা দলবল দৌড়োয়
পালাতে পথ পায় না পাড়ার রাস্তাটা

কলকাতা ৩ জুলাই ২০০১

Rate this poem: 

Reviews

No reviews yet.