Untitled
আমি গাইব কি আর শুনবে কে রে,
আছে কি আর কারো কান ?
আমি দেশ-বিদেশে ঘুরে ঘুরে কত ভাবের গাইনু গান ;
এ গান শুনলে না কেউ, বুঝলে না কেউ
কোন্ সুরেতে ধরছি তান ||
আমরাই নাকি বিশ্বমাঝে বিশ্বপতির শ্রেষ্ঠ দান,
আমরাই আজ উপোস করে
দিন কাটাচ্ছি থাকতে মোদের ক্ষেতের ধান ||
পাব কি আর এমন ছেলে দেশের লাগি কাঁদে প্রাণ,
ভব-সাগরে বইছে হাওয়া কাল সাগরে ডাকছে বান,
তোরা এখন হাল ছেড়ে দে পার হয়ে যাক্ (ভারতবাসীর) তরীখান ||
Reviews
No reviews yet.