তোমার নামেই হৃদয়ে জ্বলে আলোর তৃষ্ণা
চারিদিক থেকে ছুটে আসে এক মহত্ ইচ্ছা
কেবল তোমার নামের মহিমা আমাকে জাগায়
আমি জেগে উঠি পুলকে ঝলকে কাঁপে দেহ মন
আমি জেগে উঠি আলোর ঝলকে ঢেউয়ের উপর
হায় তরঙ্গ ঢেউয়ের মাতমে নাচে তনু মন
মুখে ফুটে ওঠে সালাম সালাম কালাম খোদার
মনে হয় যেন পুলকে ঝলকে ভেতরে বাহিরে কাঁপে তরঙ্গ
কত খুশি আর কী যে আনন্দ কেমনে বলি
তোমার নামের আলোর আভাসে শতেক রঙ্গ
বয়ে যায় শুধু আমার শরীরে আর দেহ মনে
কী যে আনন্দ মরমি গন্ধ আমাকে নাচায়
আমি নেচে উঠি মুখ থেকে ফোটে ধ্বনি তরঙ্গ
শতেক রঙ্গ আমার অঙ্গ কেবলি কাঁপছে
নাচে দেহ মন আমার আনন আলোর আভাস
আমি শুয়ে পড়ি চারিদিকে জাগে দূর্বা ও ঘাস
তবু আমি খুশি বুকে রাখি পুষি পুলকের ধ্বনি
যেন আমি জাগি আমাকে ছুঁয়েছে পরশমণি।