Untitled
একেবারে নতুন শরীরে আমি দেখা দিতে চাই
পুরনো ব্র"নের দাগ ঝুলকালি সব মুছে নিয়ে
নিজেকে স্থাপন করি নিন্দুকের চোখের বেদিতে
ভোঁতা অঙ্গ ঘসেমেজে আর কিছু সাহসে সাজিয়ে।
বাঙলা প্রবাদ জানে, পুরনো তণ্ডুলে ভাত বাড়ে
আমি কারো বাড়া ভাতে অজান্তেও ছিটাইনি ছাই
তবু কেন ঘেঁয়ো কুত্তা বেড়ে ওঠে আকুরটাকুরে
এতদিন বুঝি নাই কুকুরকে লাই দিতে নাই।
কুকুর ছাড়ে না পাছ যতক্ষণ গুড়ের সুঘ্রাণ
কুকুর বলেই রোজ আমি তারে করে দিই মা
তার প্রতি ঘৃণা নয়, করুণা ও মমতার ছোঁয়া
মানুষ কুকুর হলে তার প্রতি ঘৃণা রাখি জমা।
Reviews
No reviews yet.