Untitled

আমি তো সুন্নত করে পালটে ফেলেছি ধর্ম
তাতার হয়েছি তাল ঠুকে
সম্রাট বদল হবে এইবার খুনখারাবা নষ্ট নারীলুট হবে

নাদির শাহের কাছে যেমন শিখেছি
তরোয়ালে চুমু খেয়ে বাতাসে লাফাব উল্লাসে

ছুটন্ত ঘোড়ার পিঠে দাঁড়িয়ে মশাল হাতে এগিয়ে চলেছি আমি
ঘাঁটি পতনের দিকে
দুপাশে শহর জ্বলছে
কাঁখে শিবলিঙ্গ নিয়ে ল্যাংটো মোহন্ত ছুটছে

২৯ ফাল্গুন ১৩৯১

Rate this poem: 

Reviews

No reviews yet.