আমি তো সুন্নত করে পালটে ফেলেছি ধর্ম
তাতার হয়েছি তাল ঠুকে
সম্রাট বদল হবে এইবার খুনখারাবা নষ্ট নারীলুট হবে
নাদির শাহের কাছে যেমন শিখেছি
তরোয়ালে চুমু খেয়ে বাতাসে লাফাব উল্লাসে
ছুটন্ত ঘোড়ার পিঠে দাঁড়িয়ে মশাল হাতে এগিয়ে চলেছি আমি
ঘাঁটি পতনের দিকে
দুপাশে শহর জ্বলছে
কাঁখে শিবলিঙ্গ নিয়ে ল্যাংটো মোহন্ত ছুটছে
২৯ ফাল্গুন ১৩৯১