নারায়ণগঞ্জে বোস-কেবিনে কাবাব খেতে গিয়ে
তোমার সঙ্গে দেখা হয়েছিল বছর দুয়েক আগে।
আর কখনো দেখা হয়নি
অইটুকু ছোট্ট শহরে তুমি কোথায় লুকিয়ে থাকো!
তোমাকে দেখতে আমি বোস-কেবিনে যাই।
শহরের অভিজাত ভোজনবিলাসীরা আসে
কেবল তুমিই আসো না আর।
আমি যে কাবাবের জন্য না অন্য কারো জন্য যাই,
তুমিই জানো না তা আর কেউ জানবে কী করে!
তোমাকে দেখেছি শুধু বোস-কেবিনের বারান্দায় হেঁটে যেতে,
তোমার সঙ্গে কথাই হয়নি আমার।
তুমি আমাকে দেখেছ কিনা জানি না।
দেখলেও মনে রেখেছে কি না জানি না।
অথচ তোমার জন্য বোস-কেবিনে যাই,
কাবাব খাই আর ঠায় বসে থাকি।
তুমি কি আজ ফ্রক ছেড়ে শাড়ি পরবে!
তাহলে ঠোঁট কাঁপছে কেন?
সকাল থেকে বসে আছি।
বোস-কেবিন আজ জ্বলজ্বল করছে।
বোস-কেবিন আজ নতুন করে হেসে উঠবে।!