Untitled

মহা রুদ্ররূপে মহাদেব সাজে |
ভবম্ভম্ ভবম্ভম্ শিঙা জোর বাজে ||
লাটাপট জটাজুট সংঘট্ট গঙ্গা |
ছলচ্ছল টলট্টল কলক্কল তরঙ্গা ||
ফণাফণ্ ফণাফণ্ ফণীফন্ন গাজে |
দীনেশ প্রতাপে নিশানাথ সাজে ||
ধকধ্বক্ ধকধ্বক্ জ্বলে বহ্নি ভালে |
ববম্বম্ ববম্বম্ মহাশব্ দ গালে ||
সহস্রে সহস্রে চলে ভূত দানা |
হুহুঙ্কার হাঁকে উড়ে সর্পফণা ||
চলে ভৈরবা ভৈরবী নন্দী ভৃঙ্গী |
মহাকাল বেতাল তাল ত্রিশৃঙ্গী ||
তলে ডাকিনী যোগিনী ঘোর বেশে |
চলে শাঁখিনী পেতিনী মুক্তকেশে ||
গিয়া দক্ষযজ্ঞে সবে যজ্ঞনাশে |
কথা না সরে দক্ষরাজে তরাসে ||
অদূরে মহারুদ্র ডাকে গম্ভীরে |
অরে রে অরে দক্ষ দে রে সতীরে ||
ভুজঙ্গপ্রয়াতে কহে ভারতী সে |
সতী দে সতী দে সতী দে সতী দে ||

Rate this poem: 

Reviews

No reviews yet.