সকলেই ভাবে আমি নির্ঘাৎ জিতে যাবো
এবারের ভোটে
তাই অঙ্গীকারের ফুলঝুরি ফোটে দেখি
নেতাদের ঠোঁটে
ভোট পেলে গ্যাস দেবে, ব্রিজ দেবে, আরো নাকি
দেবে বিদ্যুৎ
দেশ থেকে দূরে যাবে দারদ্র্যি হানাহানি
সন্ত্রাসী ভূত!
কিন্তু ভোটরে পরে এইসব ভালো কথা
কবো মনে রাখে!
ভোটারের মনে শুধু এই দিন বদলের
আশা জেগে থাকে...