Untitled

অতুল চিরবিমোহন তুমি সুন্দর সুরধাম।
শত স্মিতপরিবিহরিত, কুসুমিত, সুশ্যাম।
শত শীতল ঘন নিকুঞ্জ, শত বিহঙ্গ-মুখরিত রে,
শত নির্ঝর ঝর্ঝর ঝংকারিত অবিরাম।
–মলয়ানিলসেবিত মৃদু অমররূপরাশি রে –
বন উপবনময় শিহরিত গীতিগন্ধ হাসি রে;
হা অনাথা অমরাবতী! কী সুখে হতভাগিনি!
হাস হাস হাস তবু সুভূষিত অবিরাম।

[দ্বিজেন্দ্রগীতি]

Rate this poem: 

Reviews

No reviews yet.