Author Abu Zafar Obaidullah এখানে সূর্য ওঠে সহসা বৃষ্টি পড়ে এখানে ফসল্ ফলে শিশুরা ক্ষুধায় মরে । এখানে অনেক নদী মেঘেরা রঙিন শাড়ি এখানে ফুলের পাখি ফেরারী কবির খোঁজে। এখানে নবীন সবি শিশুরা ক্ষুধায় কাঁদে এখানে শোভন সবি কবিরা দীপান্তরে । Rate this poem Select ratingGive it 1/5Give it 2/5Give it 3/5Give it 4/5Give it 5/5 No votes yet Rate Log in or register to post comments