Untitled

ফুল চাই --- চাই কেয়াফুল !---
. সহসা পথের ‘পরে
. আমার এ ভাঙ্গা ঘরে
. কন্ঠ কার ধ্বনিল আকুল |

. তখনো শ্রাবণ-সন্ধ্যা
. নিঃশেষে হয়নি বন্ধ্যা---
. থেকে থেকে ঝরিতেছে জল ;
. পবন উঠিছে জেগে,
. বিজলী ঝলিছে বেগে---
. মেঘে মেঘে বাজিছে মাদল |

জনহীন ক্ষুব্ধ পথ
. জাগিছে দুঃস্বপ্নবৎ--
. বুকে চাপি' আর্ত্ত অন্ধকার ;
কোনমতে কাজ সারি'
. যে যার ফিরিছে বাড়ী,
. ঘরে ঘরে বন্ধ যত দ্বার|

. শূন্য ঘরে
. হিয়া গুমরিয়া মরে
. স্মরি' যত জীবনের ভুল ;
অকস্মাৎ তারি মাঝে
. ধ্বনি কার কানে বাজে---
. চাই ফুল--চাই কেয়াফুল !

. পাগল ! আজি এ রাতে
. এ দুর্য্যোগ-অভিঘাতে--
. বৃষ্টিপাতে বিলুপ্ত মেদিনী ;
. তার মাঝে কে আছে,
. কেতকী-সৌরভ যাচে !
. কোথায় বা হবে বিকিকিনি ?

পবন উঠিছে মাতি !
. কিছুক্ষণ কান পাতি'
. মনে হ'ল গিয়াছে বালাই ;
সহসা আমারি দ্বারে
. ডাক এল একেবারে--
. চাই ফুল -- কেয়াফুল চাই !


. ভাবিলাম মনে মনে---
. হয়ত বা এ জীবনে
. কোনোদিন কিনেছিনু ফুল ;
. সেই কথা মনে ক'রে
. আজো বা আশায় ঘোরে ;
. কিম্বা কারে করিয়াছে ভুল !

তাড়াতাড়ি আলো তুলি'
. বাহিরিনু দ্বার খুলি,
. সবিস্ময়ে দেখিলাম চেয়ে--
মাথায় বৃহৎ ডালা,
. দাঁড়ায়ে পসারী-বালা---
. শ্রাবণ ঝরিছে অঙ্গ বেয়ে ;

. কহিলাম, এ কি কান্ড !
. তোমার পসরাভান্ড
. আজ রাতে কে কিনিবে আর ?
. এ প্রলয়ে কারো কাছে
. কিছু কি প্রত্যাশা আছে---
. কেন মিছে বহিছ এ ভার !

আর্দ্র দেহে আর্দ্র বাসে
. সে কহিল মৃদু হাসে,---
. শিরে বায়ু সুগন্ধ ছড়ায়--
যে ফুল বেসাতি করি,
. বাদল যে শিরে ধরি,---
. কপালে লিখিল বিধি তাই !

. বহিয়া দুখের ঋণ
. যে কষ্টে কাটাই দিন---
. এ দুর্দ্দিন কিবা তার কাছে ?
. --- ওগো তুমি নেবে কিছু ?
. নয়ন হইল নীচু--
. সেথাও বা মেঘ নামিয়াছে !

খোলা দরজার পাশে
. বায়ু গরজিয়া আসে,
. ফুলবাসে ভরি দেহ-মন ;
ঝর-ঝর ঝরে জল,
. আঁখি করে ছল-ছল
. ঘনাইয়া প্রাণের শ্রাবণ !

. বাদলের বিহ্বলতা--
. বুঝি হায় ! লাগিল তা'
. নয়নে বচনে সর্ব্ব দেহে ;
. সহসা চাহিয়া আড়
. রমণী ফিরাল ঘাড়---
. উর্দ্ধে যেন কি দেখিবে চেয়ে !

না কহিয়া কোন বাণী
. পসরা লইনু টানি'---
. মূল্য তার হাতে দিনু যবে,
উজার করিতে ডালা
. কাঁদিয়া ফেলিল বালা---
. ওমা এ কি -- এত কেন হবে ?

. কহিনু --যা' কিনিলাম,
. এ নহে তাহারি দাম---
. প্রতিদিন দিতে হবে মোরে ;
. এক পণ দুই পণ--
. যেদিন যেমন মন,
. তাহারি আগাম দিনু তোরে ;

কতক বুঝে' না-বুঝে'
. হৃদয়ের ভাষা খুঁজে'
. বহুকষ্টে জানাইয়া তাই,
পুষ্পগন্ধে মোরে ঘিরে'
. অন্ধকারে ধীরে-ধীরে
. পসারিনী লইল বিদায় |

. ফিরিনু একলা ঘরে---
. বাদল তখনো ঝরে,
. পুষ্পগন্ধে পূর্ণ গৃহতল ;
. শয্যা লইলাম পাতি'
. নিবায়ে দিলাম বাতি--
. আবার আসিল বেগে জল !

রুদ্ধ জানালার ফাঁকে
. বাতাস কাহারে ডাকে,
. বিজলী চমকি' কারে চায় !
কোন্ অন্ধ অনুরাগে
. ত্রিযামা যামিনী জাগে
. শ্রাবণ ব্যাকুল-ব্যর্থতায় !

. সঙ্গীহীন শূন্য ঘরে
. হিয়া গুমরিয়া মরে--
. স্মরিয়া এ জীবনের ভুল ;
. সেই সাথে থেকে- থেকে
. মনে হয় -- গেল ডেকে'
. কাননের যত কেয়াফুল

Rate this poem: 

Reviews

No reviews yet.