Untitled

ওরে আমার সাধের বীণা,
ওরে আমার সাধের গান,
(তোর ওই) কোমল সুরে ব্যথা ঝরে,
আকুল করে আমার প্রাণ!
(ও তোর) শত তানে একই কথা,
শত লয়ে একই ব্যথা, —
(শুধু) নিরাশার কাতরতা,
হতাশার অপমান।

(কোরাস) –
পার যদি জাগো বীণা,
ধরো আরও উচ্চতান,
গাইব আমি নূতন গানে –
নূতন প্রাণে কম্পমান।

(যখন) বীণার সুরে গলা সেধে,
গাইতে যাই রে ফেলি কেঁদে,
(শুধু) মিশে যায় সে মনের খেদে –
আঁখির জলে অবসান;
(কোথায়) আনন্দেতে উঠব নেচে,
মরা মানুষ উঠবে বেঁচে,
(আমি) পাই না সুধাসাগর ছেঁচে –
ভাগ্যে শুধুই বিষপান!

(কোরাস) –
পার যদি জাগো বীণা,
ধরো আরও উচ্চতান,
গাইব আমি নূতন গানে –
নূতন প্রাণে কম্পমান।


(বীণা) পার যদি জাগো তবে,
বেজে ওঠো উচ্চরবে,
(আজ) নূতন সুরে গাইতে হবে,
আমি সঙ্গে ধরি তান;
(ছেড়ে) লোকলজ্জা, সমাজ-ভয়,—
যাতে, সবাই আবার মানুষ হয়,
(এমনি) গাইতে পারি দয়াময় –
কর এই বরদান।

(কোরাস) –
পার যদি জাগো বীণা,
ধরো আরও উচ্চতান,
গাইব আমি নূতন গানে –
নূতন প্রাণে কম্পমান।

[দ্বিজেন্দ্রগীতি, দেশাত্মবোধক গান]

Rate this poem: 

Reviews

No reviews yet.