Untitled
প্রিয়াংকা বড়ুয়া তোর
ঠোঁটের মিহিন আলো
আমাকে দে না একটু
ইলেকট্রিসিটি নেই
বছর কয়েক হল
আমার আঙুলে হাতে
তোর ওই হাসি থেকে
একটু কি নিভা দিবি
আমার শুকনো ঠোঁটে
যখনি বলবি তুই
কবিতার খাতা থেকে
তুলে দিয়ে দেব তোকে
আগুনও আছে নাকি
তোর দেহে কোনো খাঁজে
চাইতে বিব্রত লাগে
জোনাকির সবুজাভ
আলো থাকলেও চলে
দে না রে একটুখানি
ঠোঁট যে শুকিয়ে গেছে
প্রিয়াংকা বড়ুয়া দ্যাখ
কবিতা লেখাও বন্ধ
তোর দেয়া কবেকার
অন্ধকারে এখনও
হাতের আঙুল ডুবে
Reviews
No reviews yet.