Untitled
একদা জলকাফন গায়ে বৃক্ষ ও তরুলতা প্রবীণ কবর গাত্রে ঢলে পড়েছিলো
একদা লখিন্দরের ভেলা বিষ পাথরের ধারে কেটে গিয়েছিলো
একদা লট্কে থাকা সোনামুখো তাপ
আয়ুর্বেদী বৃক্ষমূলে চুম্বন মেখেছিলো
মেঘলা সময়ে ময়ূর আর মন
গলিত দস্তার ভারে স্থির বসেছিল
খোঁচা খোঁচা পথিক কথাচূড় জড়িয়ে
শুয়েছিলো এক অর্বাচিন অবসন্ন চিতা
একদা...
Reviews
No reviews yet.