Untitled
শুধুই তোমার নাম এঁকে যায় সময়ের দীর্ঘ চাতাল
আমাকে তাড়িয়ে ফেরে শিল্পের জরা
প্রাপ্তির বেশি বঁধু এতোটা অধরা
সৃষ্টির মোহে কবি বেহেড মাতাল।
এই হাসি এই গান, বুকের রক্তমাখা এই রঙতুলি
ছুঁয়ে যায় যথারুচি ঠোঁট, চোখ, বুকের মহিমা
বাকি থাকে অভিমান, প্রণয়ের বীমা
কী করে পূর্ণ করি সময়ের ঝুলি?
এই যে কথার মালা, মধুময় প্রিয় সঙ্গীত
কিছু পায় আলোছায়া, কিছু থাকে বোধের অতীত।
Reviews
No reviews yet.