Untitled
আমার চেয়ার নেই,
তাই না বসেই কেটে যায় দিন-মাস-বছর।
আমার অফিসে গিয়ে এখন বন্ধুরা আড্ডা দিতে পারে না।
আমার চেয়ার নেই,
তাই লিখতে হচ্ছে হাতের ওপর।
লেখা যেমনই হোক,
হাতের লেখা ভালো হওয়ার কথা নয়।
এই সীমাবদ্ধতা মেনেও লিখে যাই আর লিখে যেতে চাই।
যে আমার চেয়ারটাকে কেড়ে নিয়েছে
তার মুখে থুতু দিতে গিয়েও ফিরিয়ে নিয়েছি।
এখন তাঁকে বরং ধন্যবাদ দিই
আমার একটি চেয়ার কেডে না নিয়েছে বলে অনেকের চেয়ারের
বন্দোবস্ত করতে পেরেছি।
Reviews
No reviews yet.