Untitled
জড়ায়ে মায়ের গলা শিশু কহে আসি-
‘মা তোমারে কত ভালবাসি।'
‘কত ভালবাস ধন ?' জননী সুধায়।
‘এ-তো-' বলি দুই হাত প্রসারি দেখায়।
‘তুমি মা আমারে ভালবাস কত খানি ?'
মা বলেন, ‘মাপ তার আমি নাহি জানি।'
‘তবু কতখানি, বল !' ‘যতখানি ধরে
তোমার মায়ের বুকে।' ‘নহে তার পরে ?'
‘তার বাড়া ভালবাসা পারিনা বাসিতে'
‘আমি পারি'। বলে শিশু হাসিতে হাসিতে।
Reviews
No reviews yet.