-
সময়ের প্রতিনিধি অন্বিষ্ট প্রেমিক
প্রত্যশার আলো মেখে প্রতিদিন ভাবি
প্রতীক্ষার চক্রব্যূহ ভেদ করে আজ
মুখোমুখি মুখরিত জীবনের দাবি।
সবুজ অভিমানের উষ্ণ আবেদনে
গাঢ়তর অশ্রু চায় কেতকীর মন
ফুল কি কেবলি হবে বাগান-বিলাস
মূল্যহীন হয়ে যাবে বিশুদ্ধ মনন?
এই আমি সকাতর উন্মুখ অঞ্জলি
বিদ্ধ কর অঘ্রাণের সুতীক্ষ্ণ ফলায়
সহজে নিয়েছি মেনে কৃষি-প্রকৌশল
পারদর্শী হতে চাই চৌষট্টি কলায়।
Reviews
No reviews yet.